একজন মুসলিমের যে ১০টি কাজ করতে মানা
আবু হুরায়রা (রা.)–র বরাতে নিচের হাদিসটি বর্ণনা করা হয়েছে।
আবু হুরায়রা (রা.) জানিয়েছেন যে রাসুল (সা.) বলেছেন,
১.‘পরস্পর হিংসা কোরো না,
২.একে অন্যের জন্য নিলাম ডেকে দাম বাড়িও না,
৩.পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ কোরো না,
৪.একে অন্যের থেকে আলাদা হয়ে যেয়ো না,
৫.একজনের কেনার ওপর দিয়ে আরেকজন ক্রয় করো না।
৬.হে আল্লাহর বান্দারা, পরস্পর ভাই ভাই হয়ে যাও।
৭.মুসলিম মুসলিমের ভাই, সে তার ওপর জুলুম করে না,
৮.তাকে নিঃসঙ্গ ও অসহায়ভাবে ছেড়ে দেয় না।
৯.সে তার কাছে মিথ্যা বলে না,
১০.তাকে অপমান করে না।
তাকওয়া হচ্ছে এখানে—’ এই বলে তিনি নিজের বুকের দিকে তিনবার ইশারা করেন। ‘কেউ যদি তাঁর মুসলমান কোনো ভাইকে নীচ ও হীন মনে করে, তার জন্য সেটুকু মন্দই যথেষ্ট। এক মুসলমানের রক্ত, সম্পদ ও মান-সম্মান অন্য মুসলমানের জন্য হারাম।
মুসলিম, হাদিস: ২,৫৬৪
Leave a Comment