অনন্তকালের আফসোস
প্রতি মুহুর্তগুলো প্রতিনিয়ত আমাদের নিয়ে যাচ্ছে কবরের দিকে। অথচ এখনো আমরা উদাসীন। এই উদাসীনতা হাসরের ময়দানে আমাদের জন্য এমন আফসোস তৈরি করবে যা রয়ে যাবে অনন্তকাল।
যারা আল্লাহর অবাধ্যতায় জীবন পরিচালনা করবে পরকালে বিচারের দিন তাদের অবস্থা কেমন হবে, তারা আল্লাহর কাছে কী কামনা করবে।
বিচার দিবসে আল্লাহ তাআলা সব বান্দাকে তার ভালো ও মন্দ কর্মসমূহ দেখাবেন। কিন্তু মানুষ বিচারের সেই দিন দুনিয়ায় করা কাজ সমূহ দেখতে চাইবে না, তা থেকে দূরে থাকতে চাইবে।
সেদিন পাপীষ্ঠ লোকেরা শুধু আফসোস করবে এনং এ আকাঙ্খা করবে যদি আমাদের নিন্দনীয় কাজগুলো আমাদের থেকে দূরে থাকতো। আমরা যদি এর সংস্পর্শ থেকে দূরে থাকতাম।
আমাদের আফসোসগুলো কেমন হবে তা সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের আগেই জানিয়ে দিয়েছেন।
১। "হায় আফসোস! আমি যদি মাটি হয়ে যেতাম।"
(সূরাহ নাবা, আয়াত : ৪০)
২। "হায় আফসোস! যদি পরকালের জন্য কিছু করতাম।" (সূরাহ ফজর, আয়াত : ২৪)
৩। "হায় আফসোস! আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো" (সূরাহ আল-হাক্কা, আয়াত : ২৫)
৪। "হায় আফসোস!আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম" (সূরাহ ফুরকান, আয়াত : ২৮)
৫। " "হায় আফসোস! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম" (সূরা আহযাব, আয়াত : ৬৬)
৬। "হায় আফসোস!! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম" (সূরাহ ফুরকান, আয়াত : ২৭)
৭। "হায় আফসোস! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সাফল্য লাভ করতাম" (সূরাহ আন-নিসা, আয়াত : ৭৩)
৮। "হায় আফসোস! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম"(সূরা কাহফ, আয়াত : ৪২)
৯। "হায় আফসোস! এমন যদি হতো- আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, আর আমরা হতাম ঈমানদারদের শামিল"(সূরাহ আনআম, আয়াত : ২৭)
অতঃপর, আল্লাহর কাছে এই প্রার্থনা করবে...
হে আমার প্রতিপালক আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি।
(সূরাহ মু'মিনুন,আয়াত ৯৯,১০০)
Leave a Comment