যে দুয়া পড়লে রাসূল(সা) হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন।



জান্নাত মুমিন মুসলমানের চিরস্থায়ী ঠিকানা। আর যে ব্যক্তি জান্নাত পেলো সেই সফল হলো। 

এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে জান্নাত চায় না।

এমন একটি দোয়া আছে যা পড়লে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই ব্যক্তিকে নিজ দায়িত্বে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। 

হাদিসে এসেছে-

হজরত মুনজির রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এ দোয়াটি পড়বে-

رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا

উচ্চারণ : রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দিনান ওয়াবি মুহাম্মাদিন (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নাবিয়্যান।’

অর্থ : আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবি হিসেবে।


(যদি কেউ এ দোয়াটি পড়ে, প্রিয়নবি বলেন,) আমি তার (জান্নাতের) দায়িত্ব নিলাম। কেয়ামতের দিন আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব।’ 

[মুজামে কাবির-৮৩৮ মুজামুস সাহাবাহ-১৬৯৬]

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবির সঙ্গে জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.