কুরআনের যে আয়াতগুলো আমাদের অন্তরকে নাড়া দেয় ও লজ্জিত করে


লেখাঃ রিয়াজ উদ্দিন


কুরআনের অনেক আয়াত রয়েছে যা আমাদের অন্তরে গভীর প্রভাব ফেলে, বিশেষ করে যখন আমরা আমাদের ভুলগুলো উপলব্ধি করি। ধরনের আয়াতগুলো আমাদের আত্মশুদ্ধির পথে নিয়ে যায় এবং আল্লাহর কাছে ফিরে আসতে উদ্বুদ্ধ করে। এখানে কয়েকটি আয়াত উল্লেখ করা হলো, যেগুলো পড়লে আমরা নিজেদের ভুল সীমালঙ্ঘন সম্পর্কে সচেতন হয়ে লজ্জিত হতে পারি:

 

. অবহেলা অবমাননার বিরুদ্ধে সতর্কতা:

যখন মানুষকে দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে; তারপর যখন আমি আমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ দিই, তখন সে বলে, ‘এটা তো আমার যোগ্যতা অনুযায়ী প্রাপ্ত।বরং, এটি তাদের একটি পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশই জানে না।

— (সুরা যুমার, ৩৯:৪৯)

 

আল্লাহ আমাদের জীবনে অনেক নেয়ামত দান করেছেন, কিন্তু বিপদ চলে গেলে আমরা আবার আল্লাহকে ভুলে যাই। এই আয়াত আমাদের উদাসীনতার জন্য লজ্জিত করে তোলে।

 

. দায়িত্বহীন জীবনযাপনের পরিণতি:

তোমাদের কি মনে হয় যে, আমি তোমাদের অযথা সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?”

— (সুরা মুমিনুন, ২৩:১১৫)

 

এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, এই জীবনের উদ্দেশ্য পূরণে আমরা কতটা ব্যর্থ হচ্ছি এবং আল্লাহর সামনে আমাদের দায়বদ্ধতার কথা ভুলে যাচ্ছি।

 

৩ পাপ সীমালঙ্ঘন সম্পর্কে সচেতনতা:

মানুষ তো বলে, ‘আমরা কি মরার পর পুনরায় জীবিত হব? যখন আমাদের হাড়গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে।তারা বলে, ‘তাহলে আমাদের পূর্বপুরুষদেরও পুনরায় জীবিত করে আনুন যদি তোমরা সত্যবাদী হও।

— (সুরা ওয়াকিয়া, ৫৬:৪৭-৪৮)

 

এই আয়াত আমাদের মৃত্যু পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস না থাকার বা তা নিয়ে সন্দেহ করার প্রবণতাকে লজ্জিত করে, কারণ আমরা প্রায়ই আখিরাতকে ভুলে যাই।

 

. আল্লাহর নির্দেশনা মেনে চলার ব্যর্থতা:

হে বিশ্বাসীগণ! তোমরা যা করো না, তা কেন বলো? আল্লাহর কাছে এটি অতিশয় অপ্রীতিকর যে তোমরা যা করো না, তা বলো।

— (সুরা সাফ, ৬১:-)

 

আমরা প্রায়ই অন্যদের উপদেশ দিই বা ভালো কাজের কথা বলি, কিন্তু নিজেরা তা মেনে চলি না। আয়াত আমাদেরকে নিজেদের দ্বিচারিতা নিয়ে লজ্জিত করে।

 

. পাপের স্বীকারোক্তি ক্ষমা প্রার্থনার আহ্বান:

তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো। অবশ্যই আমার রব দয়ালু, অত্যন্ত মমতাশীল।

— (সুরা হুদ, ১১:৯০)

 

এই আয়াত আমাদেরকে লজ্জিত করে যখন আমরা আমাদের পাপগুলোকে অস্বীকার করি বা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে অবহেলা করি। এই আয়াতগুলো আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভয় ভালোবাসার অনুভূতি জাগ্রত করে, যাতে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে উৎসাহিত হই


No comments

Powered by Blogger.